সারা দেশের মতো আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বরিশালেও শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৩৪৯টি কলেজ থেকে মোট ৬১ হাজার ২৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ৩২ হাজার ২৩১ জন ছাত্রী।
বিভাগ অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ১১ হাজার ৮৪১ জন, মানবিক শাখায় ৪৩ হাজার ৯ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ হাজার ১৭৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৫৩ হাজার ৫৫০ জন, অনিয়মিত ৭ হাজার ৩৮৬ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ৮৯ জন।
পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও ডেঙ্গু-করোনা প্রতিরোধে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন, ‘নকলসহ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মানেই নৈতিকতা, আমরা জিপিএ ৫ নয়, শিক্ষার্থীদের প্রকৃত মান নিয়ে ভাবছি।’
এদিকে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের ২০০ গজ এলাকায় বরিশাল মহানগর পুলিশ আইন অনুযায়ী, সব ধরনের উচ্চ শব্দযন্ত্র, জনসমাগম, মিছিল-মিটিং এবং অস্ত্র বা পাথর বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
https://slotbet.online/