কলম্বিয়ার ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৮

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫


কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার ভোররাতে মেডেলিন শহরতলির বেলো এলাকায় টানা ভারী বৃষ্টির পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাতে শুক্রবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। ভূমিধসের সময় বেলো পৌরসভা এলাকার ‘১০টিরও বেশি বাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র লোরেনা গঞ্জালেজ।

এলাকাবাসীকে আগেই সর্তক করে খালি করার আহ্বান জানানো হলেও সকালের আগেই বিপর্যয় ঘটে যায়। মেয়র গঞ্জালেজ জানান, এখনো ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

স্থানীয় গভর্নর আন্দ্রেস হুলিয়ান রেন্দন এক্স প্ল্যাটফর্মে জানান, ভূমিধসের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

কলম্বিয়ার পার্বত্য এলাকায় বর্ষা মৌসুমে প্রায় প্রতিবছরই ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে বেলোসহ আশপাশের এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ সাধারণ ঘটনা হয়ে উঠেছে। চলমান উদ্ধার কার্যক্রমে নিখোঁজদের সন্ধানে কাজ করছে স্থানীয় বাহিনী ও স্বেচ্ছাসেবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/