ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের কাশিপুর এলাকায় ট্রেনের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে পাবনার একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং সম্প্রতি বাড়ি ফেরেন। ঘটনার সময় স্টেশনে একটি মালবাহী ট্রেনের বগিতে পাথর লোড-আনলোডের জন্য চার নম্বর লাইনে স্থানান্তরের কাজ চলছিল। ওই সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরূপ বিশ্বাস জানান, ট্রেন সানটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে এবং বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/