কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে একটি শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এতে নাছিমা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হন এবং তার স্বামী আহত হন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টার দিকে কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায়। নিহত নাছিমা কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।
জানা যায়, ওই রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে স্বামী-স্ত্রী অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি শিয়াল সড়কে উঠলে অটোরিকশাটি সেটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয়।
আহত স্বামী আব্দুল মজিদ বলেন, “সেতুর কাছে হঠাৎ শিয়ালটি সামনে চলে আসে। ধাক্কা লাগার পরই সিএনজি উল্টে যায় এবং নাছিমা নিচে চাপা পড়ে।”
নিহতের দাফন শুক্রবার বাদ জুমা জোতমোড়া ও বরইচারা কবরস্থানে সম্পন্ন হয়।
চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। সিএনজিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
https://slotbet.online/