[ad_1]
বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া এবং রাখাইন করিডোরের পরিকল্পনার বিরুদ্ধে দুই দিনব্যাপী রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনগুলো। ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ ব্যানারে আয়োজিত এ রোডমার্চ আজ শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়।
কর্মসূচির মূল স্লোগান– “মা মাটি মোহনা, বিদেশিদের দেব না”।
প্রথম দিনে রোডমার্চ নারায়ণগঞ্জ, সোনারগাঁ, চান্দিনা ও কুমিল্লা হয়ে ফেনীতে গিয়ে শেষ হবে। পথে বিভিন্ন এলাকায় পথসভা ও মিছিল অনুষ্ঠিত হবে। কুমিল্লায় অনুষ্ঠিত হবে প্রথম দিনের সমাপনী সমাবেশ।
পরদিন শনিবার (২৮ জুন) ফেনী থেকে মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করে রোডমার্চ চট্টগ্রাম বন্দরের সামনে শেষ সমাবেশের মাধ্যমে শেষ হবে।
এই রোডমার্চ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com