শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান করে দিন শেষ করেছে টাইগাররা। ইনিংস পরাজয় এড়াতে হলে এখনো প্রয়োজন ৯৬ রান।
শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে লিটন দাস ১৩ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ দিনের একদম শেষ বলে থারিন্ডু রত্নায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে বাংলাদেশের ভরসা আরও কমে যায়।
এর আগে ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় আগের তিন ইনিংসের ব্যর্থতা ভুলে এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে নামেন। যদিও ১৯ বলে ১৯ রান করে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান।
চা বিরতির পর দ্বিতীয় ওপেনার সাদমান ইসলামও আউট হয়ে যান ১২ রানে। এরপর ধীরে ধীরে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৬, মুমিনুল হক ১৫, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে আউট হন।
এর আগে দিন শুরুতে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান থেকে শুরু করে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৪৭। ফলে লঙ্কানদের লিড দাঁড়ায় ২১১ রান।
দিন শেষে লিটন দাস ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার না থাকায়, চতুর্থ দিনেই বাংলাদেশের ইনিংস পরাজয়ের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।
https://slotbet.online/