[ad_1]
কলম্বো টেস্টের তৃতীয় দিন সকালে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বাংলাদেশ। ব্যাকফুটে থাকা দলটি দিনের শুরুতেই স্বাগতিক শ্রীলঙ্কার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। স্পিনার তাইজুল ইসলাম ও পেসার নাহিদ রানা শুরুর চাপ তৈরি করেন প্রতিপক্ষের ওপর।
তাইজুল ইসলাম নিজের টানা দুই ওভারে ফিরিয়ে দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। নিশাঙ্কা আউট হন ১৫৮ রান করে—২৫৪ বলের ইনিংসে তিনি ১৯টি চার মারেন। শর্ট কাভারে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের ওভারে তাইজুলের বলে এলবিডব্লু হয়ে যান ধনাঞ্জয়া, রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি, ফিরেছেন ৭ রান করে।
এর কিছু সময় পর নাহিদ রানা শিকার করেন নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়াকে। তার লাফিয়ে ওঠা বলে স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজ তালুবন্দি করেন প্রবাথকে, যিনি করেছিলেন মাত্র ১০ রান। কলম্বো টেস্টে এটি রানার প্রথম উইকেট। এর আগে গল টেস্টেও বল হাতে সুবিধা করতে পারেননি তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কা তুলেছে ৩৩৫ রান, লিড দাঁড়িয়েছে ৮৮ রানে। ক্রিজে রয়েছেন কামিন্দু মেন্ডিস (২১)। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com