বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি মিজান-১। এটি ভারতের কলকাতার ভেন্ডেল থেকে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বহন করছিল এবং গন্তব্য ছিল নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাট। যাত্রা পথে মোংলা বন্দরের পশুর চ্যানেলে যাত্রাবিরতির সময় এই দুর্ঘটনা ঘটে।
জাহাজটির চালক মো. শওকত শেখ জানান, এমভি মিজান-১ চ্যানেলে অ্যাংকর অবস্থায় থাকাকালে এমভিকে আলম গুলশান-২ নামের অপর একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা দেয় এবং সেটি এমভি মিজান-১–এর ওপর উঠে যায়। এতে মুহূর্তেই ডুবে যায় জাহাজটি।
জাহাজে থাকা ১০ জন স্টাফ সবাই সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পরও বন্দর চ্যানেল সুরক্ষিত এবং নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
https://slotbet.online/