ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ ডাকাতির ঘটনায় ইউসুফ আলী (৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হয়েছেন। ডাকাতরা তার ডান হাতের কব্জি কেটে নেয়। তিনি কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের মেকাইল সড়কে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে আর্টি বাজার আয়েশা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইউসুফ আলী জানান, কাজ শেষে রোহিতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সড়কে ড্রেজারের পাইপ পড়ে থাকতে দেখে থেমে যান। তখনই ৫-৬ জন মুখোশধারী তার সামনে এসে নিজেদের ডাকাত বলে পরিচয় দেয় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে নেয়।
ডাকাতরা তার বিকাশ পিন চাইলেও না পেয়ে তাকে কুপিয়ে আহত করে। এরপর হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রাখে এবং মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেয়। ঠিক সে সময়ই পুলিশ টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসীন কবির বলেন, “মেকাইল সড়কে ডাকাতি প্রায়ই ঘটে। পুলিশ না এলে ইউসুফ আলীর প্রাণহানিও হতে পারত।”
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আহত ইউসুফ আলীকে হাসপাতালে দেখতে যান।
আর্টি বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, “ডাকাতরা ড্রেজার পাইপ ফেলে পথ অবরোধ করে ডাকাতির চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ইউসুফ আলী বর্তমানে চিকিৎসাধীন।”
https://slotbet.online/