জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের আবেগঘন বার্তায় তুলে ধরেছেন সহমর্মিতা, মানবিকতা ও নারীর প্রতি নারীর সম্মানের বিষয়টি। বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নাই।’’
বার্তাটি কার উদ্দেশে—তা নির্দিষ্টভাবে উল্লেখ না করলেও, এতে তার মানবিক বোধ এবং সহানুভূতির প্রকাশ স্পষ্ট। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজও সাহস ও সংবেদনশীলতায় অনেকে তাকে অনুপ্রেরণার উৎস হিসেবেই দেখেন।
২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। অল্প সময়েই টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখে জায়গা করে নেন দর্শক হৃদয়ে। যদিও বর্তমানে অভিনয়ে কম দেখা যায় তাকে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি ও নানা বার্তা নিয়মিত আলোচনায় থাকে।
প্রভা অভিনয়ের পাশাপাশি দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজের আরেকটি পরিচয় গড়ে তুলেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ‘মেকআপ বাই প্রভা’ নামের একটি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের নানান দিক।
https://slotbet.online/