সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে এই পুশইন দুটি ঘটনায় ঘটে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধীন লালাখাল বিওপির টহল দল বাঘছড়া এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে। বিজিবি জানায়, মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কয়েক বছর আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পালিয়ে গিয়েছিল।
আটকদের মধ্যে রয়েছে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে শিশু এবং ৩ জন মেয়ে শিশু। তাদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানায় বিজিবি।
অপরদিকে শুক্রবার (২৭ জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক আরও ১৭ বাংলাদেশি নাগরিককে পুশইন করা হয়। বিজিবির সিলেট ব্যাটালিয়ন-৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, তাদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী এবং ৭ শিশু রয়েছে। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
https://slotbet.online/