আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে বগুড়ার ধুনট উপজেলার এক বন্ধুর বাড়িতে এই ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হিরো আলম ধুনটের ভান্ডারবাড়ি গ্রামে নাট্যকার বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। রাতে ব্যক্তিগত বিষয়—বিশেষ করে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ আলাপ হয় দুই বন্ধুর মধ্যে। পরে তারা ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলমকে না পেয়ে বন্ধুর উদ্বেগ শুরু হয়। তখন দেখা যায়, তার বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
জাহিদ হাসান সাগর জানান, “হিরো আলম বেশ হতাশ ছিলেন। রিয়া মনিকে না পাওয়ার বেদনা, মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া—সব মিলিয়ে মানসিক চাপে ছিলেন। একটু শান্ত সময় কাটাতে তিনি আমার বাড়িতে এসেছিলেন।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনের কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে রেফার করেছি। এখন তিনি আশঙ্কামুক্ত।”
https://slotbet.online/