নারায়ণগঞ্জের ফতুল্লার চার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া এ শিক্ষকের হেফাজত থেকে ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
বুধবার (২৫ জুন) শিক্ষক মিজানকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার শিক্ষক মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের ছেলে।
এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার মিজানুর রহমান বিকৃত রুচি সম্পন্ন ব্যক্তি। তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্কুল বন্ধ থাকার সময়ে প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটার ক্লাস করাতেন।
মিজান বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে চলতি মাসের ৬ তারিখ শুক্রবার পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রীকে তার বাসায় নিয়া যান। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দুই বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় ১১ তারিখ শুক্রবার স্কুল থেকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে দশম শ্রেণিতে পড়ুয়া আরও এক ছাত্রীকে তার মোহাম্মদপুরস্থ বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকেও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
https://slotbet.online/