সাতক্ষীরা জেলার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার আয়োজনে কলেজ শিক্ষক-কর্মচারীদের বৃহৎ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ থেকে শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন,
“একটি জাতির উন্নয়ন হতে পারে সুশিক্ষার মাধ্যমে। এজন্য শিক্ষকদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষকরা যখন সম্মানিত হবেন, তখনই জাতি গৌরব অর্জন করবে। শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক পরিবেশ গড়ে তোলা আমাদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম। তাঁর বক্তব্যে উঠে আসে,
“শিক্ষক ও কর্মচারীদের সম্মান ও অধিকারই শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রধান ভিত্তি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ের জন্য কাজ করবো। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে শিক্ষক-শ্রমিকদের মর্যাদা ও সুরক্ষা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি মোঃ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কর ছিদ্দিক, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এফএম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস এবং হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি প্রভাষক সালাউদ্দিন পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।
সমাবেশে হাজী নাসির উদ্দিন কলেজের প্রভাষক আব্দুল জব্বার, বেগম খালেদা জিয়া কলেজের সহকারী অধ্যাপক জয়গুননেছা এবং কর্মচারী আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এ অনুষ্ঠানে কলেজ শিক্ষক ও কর্মচারীদের নিন্মলিখিত দাবি তুলে ধরেন—
• সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন এবং বেতন-ভাতা বৃদ্ধি।
• নিয়মিত কর্মসংস্থান নিশ্চয়তা ও কর্মস্থলে নিরাপত্তা।
• পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম।
• স্বাস্থ্যসেবা, পেনশন এবং অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা।
• শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে শ্রদ্ধাশীল এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করা।
সমাবেশে একাত্মতা ও ঐক্যের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার সংকল্প ব্যক্ত করা হয়। শিক্ষক-কর্মচারীরা নিজেদের অধিকার ও উন্নত কর্মপরিবেশের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জানান।
https://slotbet.online/