টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলা

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫


গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা ও এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে স্থানীয় স্যাটার্ন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত বলে জানা গেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে দাপট প্রদর্শন করে সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের এই হামলা হয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হালিম মোল্লার নেতৃত্বে। অভিযোগ রয়েছে, তিনি তার অনুসারী সন্ত্রাসীদের নিয়ে ওই গার্মেন্টস দখল নেওয়ার চেষ্টা চালিয়েছেন। হামলার সময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায় এবং ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়।

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলা
টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলা

জানা যায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় অবস্থিত স্যাটার্ন গার্মেন্টসের ঝুট ব্যবসা পরিচালনার চুক্তিপত্র রয়েছে স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের নামে। কিন্তু সম্প্রতি হালিম মোল্লার নেতৃত্বাধীন একটি চক্র জোরপূর্বক এ ফ্যাক্টরি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র বলছে, এ সংঘর্ষ ও হামলার ঘটনা নতুন নয়। হালিম মোল্লারের অনুসারীরা এর আগেও একাধিকবার এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলা রয়েছে।

এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলছেন, রাজনীতির ছত্রছায়ায় এভাবে সন্ত্রাসী হামলা ও দখলদারিত্বের ঘটনা ঘটতে থাকলে এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/