বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুটি ছেলে এবং তার বয়স দুই বছর। শিশুটি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জনসহ মোট ১৪১ জন বিভাগীয় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪৪৪৬ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৪ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৯৮০ জন রোগী।
https://slotbet.online/