ভারী বৃষ্টিতে টেকনাফ-সেন্টমার্টিনে ৫০০ ঘরবাড়ি পানিবন্দি

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫


বৈরী আবহাওয়ায় টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরের জোয়ারের প্রবল তোড়ে সেন্টমার্টিন দ্বীপের দেড় শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া টেকনাফের হ্নীলা ইউনিয়নে আরও ৩০০ পরিবার পানিবন্দি রয়েছে। দ্বীপে স্লুইস গেট অকেজো থাকায় পানি জমে থাকছে, ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

শনিবার ভোর থেকে সেন্টমার্টিনে টানা ভারী বৃষ্টি চলছে। জোয়ারের পানিতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় দ্বীপের প্রায় ৯ হাজার বাসিন্দা চরম শঙ্কায় রয়েছেন। কক্সবাজারের অন্যান্য উপজেলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য আল নোমান বলেন, ‘টানা বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিতে দ্বীপের দেড় শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। স্লুইস গেট অকেজো থাকায় পানি বের হতে পারছে না, ফলে জমে থাকা পানিতে মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। বহুবার স্লুইস গেট মেরামতের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

স্থানীয়রা জানান, শনিবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে দ্বীপের মাঝের পাড়া, পশ্চিম পাড়া, গোলা পাড়া ও পূর্ব পাড়া প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় দেড় শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

মাঝের পাড়ার বাসিন্দা বদি আলম বলেন, ‘আমার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে ঘরে বন্দি অবস্থায় আছি। পরিবারকে নিরাপদ স্থানে পাঠালেও নিজের অবস্থান নিয়ে দুশ্চিন্তায় আছি। রান্না করারও কোনো পরিবেশ নেই। এখন পর্যন্ত কেউ আমাদের খোঁজ নেয়নি।’

অন্য এক বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ‘দ্বীপে কয়েকশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, অথচ কেউ খোঁজ নিতে আসেনি। স্লুইস গেটের অভাবে পানি বের হচ্ছে না, এটি এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এর সমাধান প্রয়োজন।’

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফয়েজ বলেন, ‘জোয়ারের তীব্রতায় দ্বীপের অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। কয়েকশ ঘরবাড়ি পানিবন্দি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিচ্ছি।’

অন্যদিকে, টানা বৃষ্টিতে খাল ভরাট হয়ে টেকনাফ সীমান্তের হ্নীলা ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘দ্বীপের কয়েকটি গ্রামে মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের সহায়তায় প্রশাসনের প্রস্তুতি চলছে। একইভাবে হ্নীলা এলাকার পানিবন্দি পরিবারগুলোর খবরও আমরা নিচ্ছি।’

The post ভারী বৃষ্টিতে টেকনাফ-সেন্টমার্টিনে ৫০০ ঘরবাড়ি পানিবন্দি appeared first on Bangla Affairs.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/