মুরাদনগরে ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫


কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী ফজর আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী শুক্রবার (২৭ জুন) বিকেলে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযুক্ত ফজর আলী ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ইউনিয়ন বিএনপির পদপ্রত্যাশী হিসেবে পরিচিত।

ভুক্তভোগী জানান, তিনি ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তি দরজা খুলতে বলেন। তার অনিচ্ছার পরও ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

ঘটনার সময় পাশে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন। তিনি বলেন, পাশের বাড়ি থেকে অস্বাভাবিক শব্দ শুনে ভয় পেয়ে পূজোর অনুষ্ঠানস্থল থেকে লোকজন ডেকে আনেন। পরে তারা গিয়ে ঘরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা সজীব জানান, রাত সাড়ে দশটার দিকে তারা এসে দেখেন, ফজর আলী জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করছেন। উপস্থিত লোকজন অভিযুক্তকে ঘর থেকে বের করে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ একজনের ঘরে ঢুকে এ ঘটনা ঘটেছে, কাল আমাদের ঘরেও এমন কিছু ঘটতে পারে।”

মামলার বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে ধরতে অভিযান চলছে। আশা করছি দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।”

অভিযুক্ত ফজর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/