এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সাতক্ষীরার ভোমরা কাস্টমস স্টেশন। এতে রোববার (২৯ জুন) সকাল থেকে বন্ধ রয়েছে ভোমরা বন্দরের সব ধরণের আমদানি রপ্তানি কার্যক্রম। কার্যত অচল হয়ে পড়েছে বন্দরটি।
আমদানি রপ্তানিকারকরা জানান, কাস্টমস স্টেশনের কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করায় কোন কাজ হচ্ছে না। বন্দরের সকল কার্যক্রম প্রায় বন্ধ। আমদানি ও রপ্তানির অপেক্ষায় ভোমরা বন্দর ও বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গায় তিন শতাধিক পণ্যবাহি ট্রাক আটকা পড়েছে।
ভোমরা কাস্টমস স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। এতে বন্দরের সব ধরণের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
https://slotbet.online/