ঢাকার মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পরিবারের তিন সদস্য—বাবা, মা ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ওই দম্পতি তাদের ছেলের চিকিৎসার উদ্দেশ্যে শনিবার ঢাকায় আসেন এবং মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন। তবে সেদিন তারা কোনো চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারেননি। রাতের খাবার হিসেবে মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এসে হোটেল কক্ষে খাওয়া শেষে সবাই অসুস্থ হয়ে পড়েন।
আজ দুপুরে দীর্ঘ সময় দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। পরে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। খাবারে বিষক্রিয়া অথবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত চলছে।”
ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/