ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ফরাসি জায়ান্ট পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে এই প্রথম মাঠে নামছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
কাগজে-কলমে মিয়ামির চেয়ে অনেক এগিয়ে পিএসজি। বিষয়টি অস্বীকার করছেন না মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানোও। তবে তিনি জানিয়েছেন, শক্তির দিক দিয়ে পিছিয়ে থাকলেও লড়াই থেকে একচুলও পিছু হটবে না তার দল।
শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, “এটা পরিষ্কার যে আমরা দুর্বল দল, কিন্তু তার মানে এই নয় যে আমরা হার মেনে নিচ্ছি। আমরা লড়াই করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “পিএসজি নিখুঁত দল নয়। তাদের দুর্বলতা খুঁজে বের করে আমরা যদি নিখুঁত পারফরম্যান্স দিতে পারি, তাহলে জয় অসম্ভব নয়।”
মিয়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেডোন্ডো বলেন, “ওরা এমন দল, যারা ভেতর বা বাইরে—দুই দিক থেকেই আক্রমণ করতে পারে। ওদের প্রতিরোধ করতে হলে আমাদের ভুলের জায়গা নেই।”
পিএসজিতে দুই বছর কাটিয়ে ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। সাবেক ক্লাবের বিপক্ষে প্রতিশোধমূলক কোনো আবেগ কাজ করছে কিনা—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে মাচেরানো বলেন, “লিও ভালো আছে এবং আমাদের জন্য খেলছে—এটাই আত্মবিশ্বাসের বড় উৎস।”
আজকের ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার বিজয়ী দলের সঙ্গে।
https://slotbet.online/