[ad_1]
আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে আমীর খসরু বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এমন কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটিকে প্রশ্নবিদ্ধ করার প্রয়োজন নেই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও প্রস্তুত।”
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে কিছু ইসলামি দলের স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির প্রেক্ষিতে সাংবাদিকরা এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “যে বিষয়টি হয়নি, সেটাকে অপ্রয়োজনীয়ভাবে প্রশ্নবিদ্ধ করে আগামী নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে কোনো লাভ নেই।”
রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতে দ্বিমত থাকবে, সেটাই স্বাভাবিক। এটি অসুবিধার কিছু নয়, বরং সকলের দ্বিমত প্রকাশের অধিকার থাকা উচিত।”
ধর্ষণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক কিছু রিপোর্টও হচ্ছে না। সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। দুঃখজনকভাবে এই ধরনের ঘটনাগুলোর রাজনীতিকরণ করা হচ্ছে, যেটা মানুষ মেনে নিচ্ছে না।”
তিনি দাবি করেন, “কুমিল্লার সাম্প্রতিক ঘটনার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে—এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।”
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, “পারস্পরিক সম্মান ও স্বার্থরক্ষার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যেতে হবে। একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও নিশ্চিত করা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com