[ad_1]
বরিশাল সদরের তালুকদারহাট এলাকা থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।
রোববার (২৯ জুন) ভোরে বরিশাল-ভোলা সড়কের পাশ থেকে স্থানীয় ব্যবসায়ীরা তাকে দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মারিয়াকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে।
ভুক্তভোগী মারিয়া বেগম অভিযোগ করেছেন, তার স্বামীর প্রাক্তন স্ত্রীর ভাইয়েরা তাকে অপহরণ করে নির্যাতন চালিয়েছে এবং গর্ভের সন্তান নষ্ট করার উদ্দেশ্যে আঘাত করেছে।
তিনি জানান, এক বছর আগে ভোলার ব্যবসায়ী মশিউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার বিকেলে স্বামীর কাছে ভোলায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। লঞ্চ মিস করে সড়কপথে ফেরার পথে চরকাউয়ার জিরো পয়েন্ট এলাকায় স্বামীর সাবেক স্ত্রীর ভাইয়েরা তাকে জোরপূর্বক তুলে নেয়। এরপর একটি জঙ্গলে নিয়ে তাকে নির্যাতন করে, হাত-পা বেঁধে পলিথিনে পেঁচিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়।
শেবাচিম হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, মারিয়ার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে ফোসকা পড়েছে। এটি এসিড নাকি অন্য কোনো রাসায়নিক পদার্থে হয়েছে, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com