মোংলায় কাস্টমস শাটডাউনের প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫


মোংলা কাস্টমস হাউসে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা কাস্টমস কর্মকাণ্ড বন্ধের বিরোধিতা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইপিজেড ব্যবসায়ী মো. নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন এবং মো. আলাউদ্দিন।

বক্তারা বলেন, “‘মার্চ টু এনবিআর’ ও পূর্ণ শাটডাউনের নামে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মসূচির আড়ালে যারা কাজ করছেন, তাঁরা আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া সুবিধাভোগী। এখন তারাই দেশে অস্থিরতা সৃষ্টি ও অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।”

তাঁরা আরও বলেন, “আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করছেন, তাঁদের চাকরিচ্যুত করে সেই জায়গায় নতুন প্রজন্মের মেধাবী, শিক্ষিত ও বেকার যুবকদের নিয়োগ দেওয়া হোক। দেশের স্বার্থে এই অব্যাহত অচলাবস্থা বন্ধ করতে হবে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কাস্টমস কর্মীরা তাদের কর্মসূচি প্রত্যাহার না করেন, তাহলে মোংলা কাস্টমস হাউস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/