কক্সবাজারের রামু উপজেলায় গণপিটুনিতে আবদুল মন্নান (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মন্নান একই এলাকার বাসিন্দা মছন আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ‘মছন বাহিনী’ নামের একটি দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় এক যুবতীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে মন্নান। ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে ওই যুবতীকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মন্নানকে ধরে ফেলেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি তৈয়বুর।
তিনি আরও জানান, নিহত মন্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তার বাবা মছন আলী এবং আরও তিন ভাইও ডাকাত চক্রে জড়িত।
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সড়ক ও বাড়িঘরে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে গ্রামবাসী বহুবার অভিযোগ করেছেন। গত শুক্রবার মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছিলেন এলাকাবাসী। সেই ঘটনার দু’দিন পরেই গণপিটুনিতে প্রাণ গেল আবদুল মন্নানের।
https://slotbet.online/