শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার ছবিটি ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন অমিতাভ বচ্চন নিজেই। এক টুইট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, ‘কিং’ ছবির শুটিং শুরু হয়ে গেছে।
এই ঘোষণার পাশাপাশি অমিতাভ বচ্চন ছবিটিতে অভিনয়ের জন্য তাঁর ছেলে অভিষেক বচ্চনকে শুভকামনা জানিয়েছেন। বিগ বি-র পোস্টে লেখা ছিল,
“কিছু দিনের মধ্যেই, একটা নতুন আর্ক মুক্তি পেতে চলেছে… এবং একটা নতুন ছবি শুরু হয়েছে… কিং ছবির শ্যুটিংয়ের প্রথম দিন… আমার আশীর্বাদ… ভালোবাসা। আর আরও একটি ছবি সম্পূর্ণ এবং প্রস্তুত এবং শীঘ্রই আসছে… আমার প্রার্থনা সর্বদা সঙ্গে থাকবে।”
এই পোস্টের পরই ধারণা করা হচ্ছে, ‘কিং’ ছবির শুটিং গোপনে শুরু হয়ে গেছে, আর এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে খুব শিগগির।
এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান। বাবা-মেয়ের এই যুগলবন্দি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে ব্যাপক উত্তেজনা। অন্যদিকে, অভিষেক বচ্চন থাকছেন ছবির প্রধান খল চরিত্রে।
এছাড়া অভিষেকের আরেকটি ছবি ‘কালীধর লাপাতা’ আগামী ৪ জুলাই জি ফাইভে মুক্তি পাচ্ছে। এতে তিনি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র ‘কালীধর’-এ।
শাহরুখ, সুহানা ও অভিষেকের এই বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবিটি যে একগুচ্ছ চমক নিয়ে আসছে, তা এখনই স্পষ্ট।
https://slotbet.online/