আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কাও রয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিবৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
https://slotbet.online/