ফেসবুকের প্রেম, খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫


ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, তারপর দেশ পেরিয়ে বাংলাদেশে এসে খুলনার দাকোপে বিয়ে করলেন চীনের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। এই ভিনদেশি বিয়ের গল্প এখন এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ নবদম্পতিকে দেখতে ভিড় করছেন।

ঝাং বুথাওয়ের বাড়ি চীনের সিচুয়ান প্রদেশে। সেখানে তার একটি রেস্টুরেন্ট ছিল। অন্যদিকে, পিংকি এসএসসি পাস করে তখন বাড়িতেই ছিলেন। ফেসবুকে পরিচয়ের পর ভাষার অজানা বাঁধা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কাটিয়ে দুজনের মধ্যে বন্ধন তৈরি হয়। প্রেম গড়ায় পরিণয়ে।

ফেসবুকের প্রেম, খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক
ফেসবুকের প্রেম, খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

জুন মাসের শেষ দিকে বাংলাদেশে আসেন ঝাং। এরপর ২৯ জুন গোপালগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে খ্রিস্টান রীতিতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় ঝাংকে। বর্তমানে নবদম্পতি পিংকিদের বাড়িতেই থাকছেন।

পিংকি জানান, ঝাং এখন দাকোপে ছোটখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে তার পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে চীন ঘুরে আনারও ইচ্ছা আছে তাদের।

স্থানীয়ভাবে ঝাং বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। খাবার ও ভাষা দুই দিকেই ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন তিনি। মোবাইল অ্যাপ দিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন পিংকি ও তার পরিবারের সঙ্গে।

পিংকির বাবা স্বপন সরকার বলেন, ‘শুরুর দিকে কথা বোঝা কঠিন ছিল। এখন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করি। জামাইয়ের ব্যবহার ভালো, আমরা খুশি।’

অন্যদিকে মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, ‘পিংকি ও তার পরিবার অনেক ভালো। এখানকার মানুষ খুব আন্তরিক। আমি এখানেই থেকে ব্যবসা করতে চাই।’

এদিকে, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশে বসবাসরত তাদের নাগরিকদের বাংলাদেশে বিয়ে করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। রোববার (২৫ মে) রাতে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে দূতাবাস সতর্ক করে বলেছে, চীনা নাগরিকদের বিদেশি বিয়েসংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলা উচিত, পাশাপাশি অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলা এবং ছোট ভিডিও প্ল্যাটফর্মে প্রচারিত ‘ক্রস ডেটিং’ বিষয়ক বিভ্রান্তিকর কনটেন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

খুলনার এই বিয়ে নিয়ে চীনা হাই দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/