[ad_1]
সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারে বাধা ও প্রতিবাদ করায় মোংলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদারসহ পাঁচজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিষ দস্যুরা।
আহতরা হলেন—বিএনপি নেতা বাবুল হাওলাদার, ইলিয়াছ জমাদ্দার, জ্যাকি জমাদ্দার, পাবেল হাওলাদার ও রিয়াজ জমাদ্দার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বৌদ্ধমারী বাজারে একটি দোকানে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে অনুরোধ করেন ইলিয়াছ জমাদ্দার। এ সময় স্থানীয় কাদের জমাদ্দারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ইলিয়াছ শারীরিকভাবে আহত হন।
তার শ্যালক বাবুল হাওলাদার মীমাংসার জন্য এগিয়ে গেলে কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, হাসান জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ ব্যাপারীসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় লাঠিসোঁটা ও রড নিয়ে বিএনপি নেতা বাবুলসহ অন্যদের ওপর হামলা চালায়। এতে বাবুলসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন।
এ খবর ছড়িয়ে পড়লে মোংলা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এবং মোংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতিসহ অনেকেই হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহিন জানান, বাবুল, জ্যাকি ও ইলিয়াছ জমাদ্দারের মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com