চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে মো. সেলিম (৪২) নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেলিম তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ওষুধ কিনতে বাজারে যান। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরখা পরা দুই যুবকসহ ৪-৫ জন দুর্বৃত্ত সেখানে এসে সেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথায় লাগে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার অভিযোগ করে বলেন, হামলাকারীদের একজন দামা ইলিয়াস নামে পরিচিত একজন সন্ত্রাসী। বাকিদেরও চিনতে পারলে শনাক্ত করতে পারবেন বলে জানান তিনি।
এলাকাবাসীর ধারণা, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
https://slotbet.online/