রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা টানল বাংলাদেশ

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫


রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্পে ভরা এক ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের লড়াইয়ে ফিরেছে টাইগাররা। এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়

বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার। শুরুতেই তানজিম সাকিবের আঘাতে ফিরে যান ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা জুটি গড়লেও তানভীর ও শামীম হোসেনের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস করেন ৫৬ রান।

শেষদিকে লিয়ানাগে চেষ্টা চালালেও মুস্তাফিজুর রহমানের বলে তার বিদায়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার আশা শেষ হয়ে যায়। লিয়ানাগে ৮৫ বলে করেন ৭৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও ইনিংসের মাঝপথে ধস নামে। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৬৭ রান এবং তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ রান। এ দুজনের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ সংগ্রহ করে ২৪৮ রান। শেষদিকে তানজিম সাকিব ২১ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার বোলিংয়ে উজ্জ্বল ছিলেন আসিথা ফার্নান্দো, যিনি নিয়েছেন ৪ উইকেট। হাসারাঙ্গা পেয়েছেন ৩ উইকেট।

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/