[ad_1]
বাংলাদেশ নারী ফুটবল দল এবারের এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করল দুর্দান্ত জয় দিয়ে। আগে থেকেই মূল পর্ব নিশ্চিত করা পিটার বাটলারের শিষ্যরা আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামে কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। তবে তাদের পারফরম্যান্স ছিল কোনো আনুষ্ঠানিকতার মতো নয়—ছিল একপাক্ষিক গোলবন্যার প্রদর্শনী।
ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৭-০ গোলের বিশাল লিড নেয় লাল-সবুজের মেয়েরা। ৩ মিনিটে স্বপ্না রানী গোল করে জয়ের সূচনা করেন। এরপর একে একে শামসুন্নাহার (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪২ মিনিট), এবং তহুরা খাতুন (২০ মিনিট) গোল করে দলকে পৌঁছে দেন অনন্য উচ্চতায়।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলাদেশের মেয়েদের দখলে। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখানো এই জয় শুধু বড় ব্যবধানে শেষ করা এক ম্যাচ নয়—এটি ছিল আত্মবিশ্বাসের ঝলক, ভবিষ্যতের প্রতিশ্রুতি।
এই বাছাইপর্বে ‘সি’ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। গোল করেছে ১৬টি, হজম করেছে মাত্র একটি—তাও শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে।
গত দুই আসরে কোনো জয় না পাওয়া দলটির এই অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়। এবার তারা শুধু জয় পায়নি, বরং প্রতিপক্ষকে চূর্ণ করেছে। বিশেষ করে মিয়ানমারের বিপক্ষে জয়ের মাধ্যমে প্রমাণ করেছে, বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ফুটবলে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
বিজয়ের এই উল্লাস নিয়ে বাংলাদেশ দল আগামীকাল দেশে ফিরছে। বাফুফে জানিয়েছে, মধ্যরাতে বিমানবন্দরে ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com