২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫


যশোরের মুরাদগড় বাজার এলাকা থেকে ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিজিবির টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের দেহ তল্লাশির সময় কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩.০৯৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা তিনটি মোবাইল ফোনসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৯১৫ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তে স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/