পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জামাল মাতুব্বর নামের এক জেলের জালে ধরা পরলো ২ কেজির এক ইলিশ। যা বিক্রি হলো ৭ হাজার সাতশত টাকায় ।
রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার আশাখালী মাছ বাজারে এই মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লক্ষ ৪০ হাজার টাকা মন উঠে। ২ কেজি দুইশো গ্রাম ওজনের ইলিশটিকে ৭ হাজার সাতশত টাকায় বিক্রি করেন জেলে জামাল মাঝি। মাছটি কিনে নেন বন্ধন ফিসের মালিক মো. জাহিদুল ইসলাম।
মাঝি জামাল মাতুব্বর জানায়, আজকে গত কালকে সমুদ্রে মাছ ধরতে নেমে আজকে আবহাওয়া খারাপ হওয়া তীরে চলে এসেছি৷ ইলিশ মাছ কম তবে একটি ইলিশ আমি ৭ হাজার সাতশত টাকা বিক্রি করেছি। যে কারনে কম মাছ পেলেও খুব ভালো লাগছে। এর চেয়েও বড় ইলিশ সমুদ্রে পাওয়া যায় তবে এখন দাম অনেক হওয়ায় যা দাম এসেছে তাতে পুষিয়ে যায় আমাদের।
বন্ধন ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানায়, গত ১১ জুন ৬০ দিনের অবরোধ শেষ হওয়া পরে কয়েকবার আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা ঠিকমত মাছ ধরতে পারছে না। তবে আজকে জেলের জামাল একটি মাছ প্রায় ৮ হাজার টাকা বিক্রি করছে। এটা তার জন্য অনেক আনন্দের। মাছটি আমি কিনে ঢাকায় প্রেরণ করেছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬০ দিনের অবরোধ সঠিকভাবে পালন হওয়ায় সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বৈরী আবহাওয়ায় জেলেরা ঠিকমত মাছ ধরতে ব্যার্থ হচ্ছে। তবে আবহাওয়া ঠিক হলে মাছের পরিমাণও বৃদ্ধি পাবে আর দামও নাগালে চলে আসবে।
https://slotbet.online/