[ad_1]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হতে পারে না।” তিনি বলেন, “আমরা আবরার ফাহাদের আদর্শে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ভবিষ্যতেও করবো। বাংলাদেশের মানুষ এখন চায় একটি সংস্কারমূলক রাষ্ট্রনীতি।”
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার পাঁচরাস্তা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া এই কর্মসূচি ছিল এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অষ্টম দিনের অংশ।
নাহিদ বলেন, “আবরার ফাহাদ ছিলেন ফ্যাসিবাদবিরোধী ও আধিপত্যবিরোধী আন্দোলনের মাইলফলক। তার মৃত্যু দিল্লিকেন্দ্রিক আগ্রাসনের বিরুদ্ধে দেশের রাজনীতিতে নতুন চেতনার সূচনা করে। আমরা সেই আন্দোলনের উত্তরসূরি।”
তিনি আরও বলেন, “আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদসহ সকল শহীদ আমাদের প্রেরণা। যারা বাংলাদেশপন্থি ছিলেন, তারা আজও আমাদের পথ দেখান। আমরা সেই চেতনা নিয়ে পদযাত্রা করছি—যাতে মানুষ জানে, সংস্কার ছাড়া এই রাষ্ট্রে পরিবর্তন সম্ভব নয়।”
পথসভা শেষে এনসিপি নেতারা কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে, দুপুর ১টার দিকে কুমারখালীর রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতারা। এরপর কুষ্টিয়ার বড়বাজার এলাকা থেকে পদযাত্রা শুরু হয়।
উল্লেখ্য, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ১ জুলাই রংপুর থেকে শুরু হয়। এর উদ্দেশ্য, দেশের বিভিন্ন স্থানে গিয়ে সংস্কার, গণতন্ত্র ও বাংলাদেশপন্থি রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানানো।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com