পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। এতে ৯৯ রানের পরাজয়ের মাধ্যমে ২–১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ২৮৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুশল মেন্ডিস। এছাড়া চারিথ আসালঙ্কা করেন ৫৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ১৩ বলে ১৭ রান করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। এরপর নাজমুল হোসেন শান্ত ডাক মারলে চাপে পড়ে যায় টাইগাররা। ইমন (২৮), মিরাজ (২৮) ও শামীম (৮) দ্রুত ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয়ে পড়ে।
তাওহিদ হৃদয় একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন, তুলে নেন ফিফটি (৭৮ বলে ৫১ রান)। তবে তার বিদায়ের পর দ্রুতই শেষ হয়ে যায় ইনিংস। শেষদিকে জাকের আলির ২৭ রানের ইনিংস কেবল হার কিছুটা কমিয়েছে।
এর আগে বল হাতে ভালো শুরু করে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম দিকেই চাপে পড়ে লঙ্কানরা। তবে কুশল মেন্ডিস ও আসালঙ্কার ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
তানভীর ইসলাম, মিরাজ, তাসকিন ও শামীম মিলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুললেও লোয়ার অর্ডারে হাসারাঙ্গা-চামিরার কার্যকর ইনিংসে স্কোর ছাড়ায় ২৮৫।
শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। এই হার বাংলাদেশকে সিরিজ থেকেও বঞ্চিত করল।
https://slotbet.online/