[ad_1]
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৯ জুলাই) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে এ দুর্ঘটনা ঘটে। বিকেলেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঝরনার নিচের কূপ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন—সাতকানিয়ার আমিনুল্লাহ মো. গালিব ও চাঁদপুরের মো. ইব্রাহীম কবির হৃদয়। দুজনই ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন রায়হান (১৮), সায়েম (২২) ও মিরাজ (১৭)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের একজন মো. সায়েম জানান, তারা মঙ্গলবার সকাল ১১টার দিকে ফেনী থেকে মেলখুম ট্রেইলে যান। বিকেলে ভারী বৃষ্টি শুরু হলে গালিব ও হৃদয় দলের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বাকি তিনজনও দিক হারিয়ে রাতে পাহাড়ে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে বুধবার সকালে বন্ধুদের সহায়তায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও আহত মিরাজ বলেন, ফেরার পথে এক বন্ধুর ব্যাগ পড়ে গেলে সেটি তুলতে গিয়ে গালিব ও হৃদয় নিচে পড়ে যান।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করা হয়। দুর্গম এলাকা হওয়ায় মরদেহ বের করে আনতে বিকেল পর্যন্ত সময় লেগেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, আহতরা এখন শঙ্কামুক্ত। দুজন হাসপাতাল থেকে চলে গেছেন, আরেকজনকে স্বজনদের উপস্থিতিতে ছাড়পত্র দেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com