ডিসেম্বরেই প্রস্তুতির ডেডলাইন – Bangla Affairs

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ভোটের আগে-পরে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, ডিসি, এসপি, ওসি এবং ইউএনওদের রদবদলসহ নির্বাচনী এলাকার প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রস্তাবও বিবেচনায় রাখা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে এবার ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানানো হয়। তাদের মধ্যে নির্বাচন ঘিরে প্রশিক্ষণ চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

প্রেস সচিব বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরঞ্জাম, জনবল এবং আইনি প্রস্তুতির কাজ এখনই শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার পক্ষ নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি এবং করণীয় সম্পর্কে গণমাধ্যম ও জনগণকে অবহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/