[ad_1]
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ সময় নীরব থাকার পর ধীরে ধীরে তিনি ফিরছেন স্বাভাবিক জীবনে এবং সক্রিয় হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে নতুন একটি সিনেমার পোস্টার শেয়ার করে আলোচনায় আসেন। সিনেমাটির নাম ‘জ্বীন-৩’, যা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। পোস্টারে তিনি লেখেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।”
তার এই পোস্টে ভক্তরা মন্তব্যের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন ও সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। একজন ভক্ত লেখেন, “ভয়ের রোমাঞ্চ আর ডিজিটাল মুক্তির খবর অসাধারণভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল।”
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নুসরাত ফারিয়া ও সজলের পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ ও মোস্তফা হীরা। ‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এই সিনেমার তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com