ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত মুহুরী নদী ৩২ সেন্টিমিটার এবং সিলোনিয়া নদী ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় নদী দুটির পানি একইভাবে স্থিতিশীল থাকতে পারে, ফলে ফেনী জেলার বন্যা পরিস্থিতিও আপাতত অপরিবর্তিত থাকতে পারে।
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টি হয়েছে। এ অঞ্চলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি একটি লঘুচাপ বিরাজ করছে, যার ফলে আগামী ২৪ ঘণ্টা ভারী এবং পরবর্তী ২ দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ অবস্থায় ফেনী ছাড়াও চট্টগ্রাম বিভাগের আরও কয়েকটি নদীর পানি বাড়ছে। হালদা নদীর পানি বাড়তে পারে এবং তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে চট্টগ্রাম জেলার নদীঘেঁষা নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
এছাড়া ফেনী, সাঙ্গু ও গোমতী নদীর পানি বাড়ছে; তবে মাতামুহুরী নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ১ দিন গোমতী নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে, তবে সাঙ্গু ও মাতামুহুরীর পানি কমতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে এবং পরে স্থিতিশীল হতে পারে।
পাউবো আরও জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন না হলে আগামী কয়েক দিনের মধ্যে পানি নামতে শুরু করবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।
https://slotbet.online/