নির্বাচনে ‘শাপলা’ প্রতীক ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত প্রতীক তালিকা থেকে শাপলা বাদ দেওয়া হয়েছে। এটি নির্বাচনি প্রতীকের সিডিউলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উভয় দলই নিজেদের দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। তবে জাতীয় প্রতীকে শাপলা থাকায় এই প্রতীককে কোনো রাজনৈতিক দলের মার্কা হিসেবে বরাদ্দ দেওয়া হলে তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে—এই বিবেচনায় ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনি প্রতীক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই সংখ্যা ১০০-এর বেশি করার পরিকল্পনা করছে কমিশন। সংশোধিত প্রতীক তালিকা আইনি ভেটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন তালিকায় শাপলা থাকবে না—এটি চূড়ান্ত।
https://slotbet.online/