[ad_1]
সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল তাড়াতে ব্যবহৃত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশে সুন্দরবন প্রজেক্ট এলাকার একটি মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতা রূপবান বেগম উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।
নিহতের ছেলে আব্দুর সবুর জানান, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন প্রজেক্ট এলাকায়। আগের দিনই প্রজেক্ট ম্যানেজার মাকসুদ তাকে সেখানে ঘাস কাটার পরামর্শ দেন। দুপুর গড়িয়ে গেলেও তিনি ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা।
পরে স্থানীয়রা প্রজেক্ট এলাকার ভেতরে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় রূপবান বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।
প্রজেক্টের মালিক নুর ইসলাম বলেন, শিয়ালের উৎপাত ঠেকাতে রাতে প্রজেক্ট ঘিরে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সম্ভবত সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি, আর সেখানেই দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com