[ad_1]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “নানা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র চলছে, তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ দেশের খেটে-খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। শেখ হাসিনার মতো কেউ যেন নানা অজুহাত দেখিয়ে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
বুধবার দুপুরে রাঙ্গামাটির কাউখালীর মগাছড়িতে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি, সেখানে কুকুর-বিড়াল ঘুরে বেড়িয়েছে। সেই অধ্যায় শেষ। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। এই পথ যেন কেউ আটকে না দিতে পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় যেসব সংস্কার দরকার, তা করে নির্বাচন দিতে হবে। শুধু ঢাকায় প্রেসক্লাবে বড় বড় কথা বললেই চলবে না—প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাস্তব পরিস্থিতিও জানতে হবে। শেখ হাসিনা ‘উন্নয়ন, উন্নয়ন’ বলে মুখে ফেনা তুলেছেন। কিন্তু বাস্তব উন্নয়ন কী হয়েছে, তা পাহাড়ে এলে বোঝা যায়।”
এর আগে, রিজভী চট্টগ্রাম থেকে সড়ক পথে রাঙ্গুনিয়ার মগাছড়িতে আসেন এবং সেখান থেকে ঋতুপর্ণাদের বাড়িতে যান।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com