গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের ১২ দফা

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫


গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গ্রহণ করেছে ১২টি নতুন সংস্কার সিদ্ধান্ত। বৃহস্পতিবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়। সংবাদপত্র, সম্প্রচার মাধ্যম ও ডিজিটাল মিডিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাংবাদিকতার অধিকার সুরক্ষায় অধ্যাদেশ:
কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিকদের অধিকার সুরক্ষা বিষয়ক একটি অধ্যাদেশ প্রণয়ন করা হবে। এ জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যেই প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।

প্রচারসংখ্যা নিরীক্ষায় টাস্কফোর্স:
সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষণ পদ্ধতিকে যুগোপযোগী করতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

বিজ্ঞাপন হারে যৌক্তিক সমন্বয়:
পত্রিকার বিজ্ঞাপন হার বর্তমান বাস্তবতার আলোকে যৌক্তিক পর্যায়ে সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

বার্ষিক গণমাধ্যম জরিপ:
পাঠক-দর্শক-শ্রোতার প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে বার্ষিক জরিপ চালানো হবে।

বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতা তদারকি:
বিজ্ঞাপনশিল্পে অনৈতিক প্রতিযোগিতা বা যোগসাজশ থাকলে সেগুলো চিহ্নিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

এফএম রেডিও নীতিমালা সংস্কার:
রেডিও লাইসেন্স ফি যৌক্তিকভাবে হ্রাস করা, বিজ্ঞাপন ফি হারে ছাড়, এবং রেডিও আয়ের ওপর ২% ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি বিজ্ঞাপন বিনামূল্যে সম্প্রচারের বাধ্যবাধকতা থাকবে।

আনরারি ফি’র ওপর অগ্রিম কর রেহাই:
কলাম লেখক, শিল্পী, অতিথি আলোচকদের সম্মানীর ওপর আরোপিত অগ্রিম কর রহিত করার বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএসসিএল ব্যবহার বাধ্যতামূলক নয়:
টিভি চ্যানেলের আপলিংক-ডাউনলিংকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

পিআইবি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সংস্কার:
এই দুটি প্রতিষ্ঠানকে যুগোপযোগী পাঠ্যধারা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক করা হবে।

তথ্য সার্ভিসে প্রশিক্ষণ একাডেমি:
বিসিএস ইনফরমেশন ক্যাডারের জন্য পৃথক ‘বিসিএস ইনফরমেশন একাডেমি’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজিটাল নীতিমালায় সমন্বয়:
অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য নীতিমালার পর্যালোচনা ও সংশোধনের সুপারিশ বাস্তবায়নের কাজও চলমান।

সংস্কার তদারকিতে সমন্বয় কমিটি:
প্রতিটি সংস্কার উদ্যোগ বাস্তবায়নে পর্যবেক্ষণ ও অগ্রগতি মূল্যায়নের জন্য একটি কার্যকর সমন্বয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

তথ্য মন্ত্রণালয় বলছে, গণমাধ্যমকে অধিকতর পেশাদার, গণমুখী ও টেকসই করতে হলে এই সংস্কারগুলো সময়োপযোগী। অংশীজনদের মতামত ও প্রয়োজনীয় আইনি কাঠামোর ভিত্তিতে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/