মিয়ানমারের মাটিতে বাংলাদেশ নারী ফুটবল দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলার মেয়েরা। এই ঐতিহাসিক অর্জনের পর সবাই ধরেই নিয়েছিল, দেশে ফিরে বড় সংবর্ধনা পাবেন তারা।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। শনিবার গভীর রাতে দেশে ফিরেই ক্লান্ত মেয়েদের হাতিরঝিলের এম্পিথিয়েটারে নিয়ে যাওয়া হয় সংবর্ধনার জন্য। সময় তখন রাত আড়টা। সারপ্রাইজের আশায় থাকা ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় কেবল একটি ফুলের তোড়া।
কোনো নগদ পুরস্কার নয়, কোনো প্রতিশ্রুতি নয় — শুধু একটি তোড়া!
খেলোয়াড়দের অনেকে বলেই ফেলেছেন, “ফুলের তোড়া তো বাফুফে ভবনেও দেওয়া যেত, এভাবে ঘুমের মধ্য থেকে ডেকে এনে তোড়া দিয়ে চমকে দেওয়ার মানে কী?”
২০ লাখ টাকার তোড়া?
বাফুফে সূত্রে জানা গেছে, সংবর্ধনা আয়োজনের দায়িত্ব ছিল হাইভোল্টেজ ও কে-স্পোর্টস নামে দুটি প্রতিষ্ঠানের হাতে। আর এই আয়োজন বাবদ বিল এসেছে ২০ লাখ টাকা।
অন্যদিকে, গত সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পুরস্কার বাবদ বাফুফে যে দেড় কোটি টাকার ঘোষণা দিয়েছিল, সেটিও ৯ মাসেও পরিশোধ হয়নি।
প্রশ্ন উঠছে:
ক্লান্ত ফুটবলারদের রাতে সংবর্ধনার কী দরকার ছিল?
২০ লাখ টাকা দিয়ে কী আরেকটু বাস্তব সম্মত কিছু করা যেত না?
পুরস্কার বা প্রণোদনা না থাকলে সারপ্রাইজ বলেই বা কী?
ফুটবলারদের অভিযোগ, শুধু প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে। তারা দেশের জন্য সম্মান এনেছে, কিন্তু বাফুফে সেই সম্মানের মর্যাদা দিতে পারছে না।
একজন খেলোয়াড় বলেছেন, “আমরা গোল করিনি ফুল নিতে, লড়েছি দেশের পতাকা উঁচিয়ে ধরতে।”
https://slotbet.online/