[ad_1]
জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
এই প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করবে।
হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী মানুষকে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্যাতন এবং মানবাধিকারের লঙ্ঘন প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগকে শক্তিশালী করা।
এই কার্যালয় গঠনের প্রস্তাব জাতিসংঘের ২০০২ সালের ঐচ্ছিক প্রটোকলের আওতায়, যা “নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন”-এর পরিপূরক দলিল হিসেবে বিবেচিত।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com