[ad_1]
অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়েছে অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ১১ জুলাই দুপুরে তাকে আদালতে হাজির করার পর এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান মিরাজ দুপুর ২টা ৫০ মিনিটে বারকাতকে আদালতে নিয়ে আসেন। বিকেল ৩টা ৩৫ মিনিটে শুনানি শুরু হলে দুদকের প্রসিকিউটর রেজাউল করিম তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে, বারকাতের আইনজীবী আব্দুল আউয়াল জামিন ও ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানির একপর্যায়ে বিচারক জানতে চান, এখতিয়ার না থাকলে মামলা কেন এখানে আনা হলো—যার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি দুদকের আইনজীবী। ফলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১০ জুলাই রাতে ধানমন্ডি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডিবি। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় মামলা করে দুদক। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাতকে অন্যতম আসামি করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই দুর্নীতির মামলায় গ্রেপ্তার হচ্ছেন দলটির সাবেক শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com