[ad_1]
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঋণের টাকা সম্পূর্ণভাবে পরিশোধ করতে না পারায় মোছা. নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নুরুন নাহারের ছোট ছেলে জানান, তার মা বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। পরিশোধের অংশ হিসেবে তারা ১০ হাজার টাকা নিয়ে অফিসে গেলে কর্মকর্তারা জানান, পুরো টাকা ছাড়া গ্রহণ করা হবে না। এরপর অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।
অভিযোগের সত্যতা স্বীকার করে আবেদা খাতুন বলেন, “নুরুন নাহার প্রায় ১৪ মাস আগে তিন লাখ টাকা ঋণ নেন। চার মাস আগে পরিশোধের সময় শেষ হয়েছে। বারবার তাগাদা দিলেও তিনি অজুহাত দেন। আমার নিজের বেতন বন্ধ, তাই চাপে ছিলাম।”
তালাবদ্ধ অবস্থায় নুরুন নাহার বলেন, তিনি টাকা ফেরত দেওয়ার কথা বললেও কর্মকর্তারা তখনই পুরো অর্থ দাবি করেন, না পারায় তাকে আটকে রাখা হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজেই এসেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com