[ad_1]
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বৃহস্পতিবার (১০ জুলাই) অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নিতে দাঁড়িয়ে থাকা ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ৯ শিশু ও ৪ নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ শিশু।
জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অবর্ণনীয় ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পূর্ণ সম্মান ও যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন। হামাস এই হামলাকে গাজায় চলমান গণহত্যার অংশ হিসেবে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, আশ্রয় শিবির ও বেসামরিক স্থাপনায় নৃশংস হামলা চালাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com