[ad_1]
দীর্ঘ ছয় মাস বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান দেখালেন কেন তিনি এখনো ভয়ংকর। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে অলরাউন্ড ঝলকে মাতালেন এই তারকা।
ব্যাট হাতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি, বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে দুবাই ২২ রানে জিতে নেয় ম্যাচ এবং সাকিব হন ম্যাচসেরা।
গায়ানার প্রোভিডেন্সে ৭.৪ ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন সাকিব। দায়িত্বশীল ইনিংস খেলেন একপ্রান্ত আগলে রেখে। পরে বল হাতেও প্রথম ওভারেই জোড়া আঘাত—উইল ইয়াং (১৯) ও ডিন ফক্সক্রফ্টকে (০) এলবিডব্লিউ করে দেন।
সাকিবের ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট, সঙ্গে খুজাইমা তানভীরের ২ এবং ড্রাকেস-ভার্মার ১টি করে উইকেটের সুবাদে সেন্ট্রাল ডিস্ট্রিকস ১৪৩ রানে আটকে যায়।
এ জয়ে নতুন মৌসুমে নিজের ছাপ রাখলেন সাকিব—স্মরণ করিয়ে দিলেন, তিনি এখনো প্রতিপক্ষের জন্য ভয়ংকর।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com